Home Second Lead সোনার রেকর্ড দাম, ভরিতে কত খরচ হবে জানেন?

সোনার রেকর্ড দাম, ভরিতে কত খরচ হবে জানেন?

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আবার বাড়লো সোনার দাম। আজ রবিবার থেকে নতুন দর কার্যকর হবে আর তা হবে এ যাবৎকালে সর্বোচ্চ। এক ভরি সোনার অলংকার কিনতে মোট খরচ হবে ১ লাখ ২০ হাজার ৯২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি সোনার দাম বৃদ্ধির কারণে দর সমন্বয় করা হয়েছে। ভরিতে বেড়েছে এক হাজার ৭৪৯ টাকা। ২২ ক্যারেট সোনার দর এক লাখ ১১ হাজার ৪১ টাকা। গহনা বিক্রিতে এই দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ হবে। ভরিতে মজুরি কমপক্ষে ৩ হাজার ৪৯৯ টাকা। সব মিলিয়ে এক ভরি সোনার অলংকার কিনতে মোট খরচ হবে ১ লাখ ২০ হাজার ৯২ টাকা।

২১ ক্যারেটের সোনার ভরি এক লাখ ছয় হাজার ২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯০ হাজার ৮৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৫ হাজার ৬৯৯ টাকা করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর সোনার দাম বাড়ানো হয়। তার আগে কিছুটা কমানো হয়েছিল ৭ ডিসেম্বর। আরও আগে ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবার দর বৃদ্ধি করা হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত রয়েছে।