* সাড়ে ১৭ কিলোমিটারের ভাড়া ৪৩ টাকা
* ১৮টি পয়েন্টে কাউন্টার
* বাস ৩০টি
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মেট্রো প্রভাতীতে ‘ডাবল ভাড়া, ডাবল যাত্রী’র গুরুতর অভিযোগের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক গ্রুপ নিয়ে আসছে আর একটি স্পেশাল বাস সার্ভিস ‘সোনার বাংলা’। প্রভাতীর অবস্থা পর্যবেক্ষণে যাত্রী সাধারণের আশংকা যে নতুন সার্ভিসটিও হবে শেষপর্যন্ত একই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন (২১ ফেব্রুয়ারি ) এ সার্ভিসের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি জানান ‘সোনার বাংলা’ নামের কাউন্টারভিত্তিক এই বাস সার্ভিস চলবে নগরীর শাহ আমানত ব্রিজ থেকে সিটি গেট পর্যন্ত। সাড়ে ১৭ কিলোমিটারের এ দূরত্বের পথ অতিক্রম করতে এই সার্ভিসের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৩ টাকা। এই রুটের ১৮টি পয়েন্টে থাকবে কাউন্টার। সোনার বাংলার ৩০টি বাস এ রুটের যাত্রীদের প্রতিনিয়ত সেবা প্রদান করবে। শুক্রবার ছাড়া বাকি ছয়দিন এই সার্ভিস থাকবে।
যাত্রী সেবা নিশ্চিতে চার বছর আগে চট্টগ্রামের সড়কে নামে স্পেশাল সার্ভিস মেট্রো প্রভাতী। সি-বিচ থেকে কাপ্তাই রাস্তার মাথা রুটে চলাচলকারি প্রভাতী প্রথমদিকে সুনাম কুড়ালেও পরবর্তীতে তা হারিয়ে ফেলেছে আসন সংখ্যার অতিরিক্ত এবং লোকাল বাসের মত যাত্রী পরিবহন করে।
সোনার বাংলা সার্ভিসের রুট ম্যাপ :
শাহ আমানত ব্রিজ-কালামিয়া বাজার-রাহাত্তারপুল-বহদ্দারহাট-মুরাদপুর-২ নম্বর গেট-জিইসি-ওয়াসা-লালখানবাজার-দেওয়ানহাট-চৌমুহনী-আগ্রাবাদ-বেপারীপাড়া-ছোটপুল-বড়পোল-নয়াবাজার-অলংকার-সিটি গেট। একইভাবে সিটি গেট থেকে শাহ আমানত ব্রিজ যাবে বাসগুলো।