Home শিক্ষা সোনার বাংলা স্কুল কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ছরোয়ার

সোনার বাংলা স্কুল কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ছরোয়ার

উজিরপুর থেকে: উপজেলার ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ইউপি চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন।

১০ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী সভায়  অভিভাবক সদস্যদের সর্বসম্মতিক্রমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সভাপতি হিসেবে মোঃ ছরোয়ার হোসেন নির্বাচিত হন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুল হক সরদার, নবনির্র্বাচিত অভিভাবক সদস্য নূরে আলম সরদার, পুনায়েল বৈদ্য, মোঃ মিজানুর রহমান, মোঃ সেলিম আহমেদ, প্রনব কুমার হালদার, ফজলুল হক সরদার, আঃ লতিফ মোল্লা, লাইজু বেগম, মোসাঃ রাশিদা খানম, ইউপি সদস্য মোঃ আশ্রাফ রাড়ী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। নবনির্বাচিত সভাপতি মোঃ ছরোয়ার হোসেন বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।