বিজনেসটেুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বাজারে সোনার দাম আজ বৃহস্পতিবার থেকে কমছে ভরিতে সাড়ে ৩ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৭০ হাজার ৫৬৭ টাকা, এক ভরি ১৮ ক্যারেট সোনার দাম ৬১ হাজার ৮১৯ টাকা, প্রতি ভরি সনাতন সোনার নতুন দাম ৫১ হাজার ৪৯৭ টাকা।
গত ৬ আগস্ট ভরিতে সাড়ে ৪ হাজার টাকা বাড়ানো হয়েছিল।
সোনা বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে এদেশে সোনার মূল্য নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার, মুদ্রার বিনিময় মূল্য, কর এবং শুল্ক-সহ বিভিন্ন বিষয় নির্ভর করে।
করোনা মহামারিতে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির রেকর্ডের পর রেকর্ড গড়ে। হালনাগাদ পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের শুরু থেকেই কিছুটা নমনীয়ভাব দেখা যায় মূল্যবান এই ধাতুটির। এরমধ্যে ১১ আগস্ট একদিনেই প্রতি আউন্স সোনার দাম কমেছে ১১৭ ডলার (প্রায় ১০ হাজার টাকা)। এদিন বাজারে প্রতি আউন্স সোনার হাত বদল শুরু হয় ২০২৭ ডলারে আর দিন শেষ হয় ১৯১০ ডলারে নামে।