Home Third Lead বিমানের সিটের তলায় সাড়ে ৩ কোটি টাকার সোনা

বিমানের সিটের তলায় সাড়ে ৩ কোটি টাকার সোনা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সাড়ে ৩ কোটি টাকার মালিকবিহীন সোনা পাওয়া গেল এয়ার অ্যারাবিয়ার বিমানের সিটের তলায়। বুধবার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ পাওয়া গেছে। মালিকবিহীন  এই স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ সূত্রে জানা যায়, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটটি (ফ্লাইট নং: জি-৯৫২০) আরব আমিরাতের শারজাহ থেকে আনুমানিক রাত ৭টা ৪৪ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সূত্রের সংবাদ ছিল এতে থাকা চোরাচালানের সোনা সম্পর্কে।  বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। বিমানের বিভিন্ন সিটে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ৯-এফ সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচ টেপ মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে নিয়ে এসে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে ৩৮ টি স্বর্ণবার পাওয়া যায়।

স্বর্ণবারের মোট ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণবার  চট্টগ্রাম কাস্টম হাউসে হস্তান্তর করা হয়েছে।