বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চুয়াডাঙ্গা: জেলা গোয়েন্দা পুলিশের স্বর্ণ চোরাচালানবিরোধী অভিযানে একজন গ্রেপ্তার ও তার হেফাজত থেকে দেড় কোটি টাকার সোনার গহনা উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু সাঈদ (৪২)। দামুড়হুদার লোকনাথপুর থেকে বুধবার তাকে আটক করা হয়। তিনি চিহ্নিত চোরাকারবারি বলে পুলিশ উল্লেখ করেছে।
আবু সাঈদ দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বাসস্ট্যান্ডপাড়ার দাউদ আলীর ছেলে। চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের ওসি ফেরদৌস ওয়াহেদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা পুলিশ আবু সাঈদকে ধরার জন্য ওঁৎ পেতেছিলেন। তিনি সোনার একটি চালান পাচার করবেন এমন সংবাদ ছিল গোয়েন্দা পুুলিশের কাছে। মোটর সাইকেলে যাওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ। সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা সাঈদের জ্যাকেটের পকেট থেকে এক কেজি ৬৫০ গ্রাম ওজনের সোনার গহনা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য এক কোটি ৫৪ লাখ টাকা। সোনার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।