বিজনেসটুডে২৪ ডেস্ক
সোমালীয় জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া লাইবেরিয়া পতাকাবাহী জাহাজ এমভি লীলা নরফোককে উদ্ধার করেছে ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ ‘আইএনএস চেন্নাই’। ছিনতাই হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জাহাজটি উদ্ধার সম্ভব হয়েছে।
জাহাজটিতে থাকা ২১ নাবিকের মধ্যে ১৫ জন ভারতীয়। জাহাজটি ৮৪ হাজার টন পণ্য নিয়ে যাওয়ার পথে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালীয় উপকূলের কাছে ছিনতাইয়ের কবলে পড়ে। সংবাদ পাওয়ার পরপরই উদ্ধারে ছুটে যায় ‘আইএনএস চেন্নাই’। নৌ সেনারা জাহাজে পৌঁছার পর এর সবখানে তল্লাশি চালিয়ে দেখেছেন। ছিনতাইকারীদের কাউকে পাওয়া যায়নি।
সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। কয়েক বছর আগে ছিনতাই হয়েছিল বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি। গত মাসে সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টা পতাকাবাহী এমভি রুয়েন ছিনতাই করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে ভারতীয় নৌবাহিনী। নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং একটি সামুদ্রিক টহল বিমান দ্রুত আরব সাগরে পাঠানো হয়েছিল। ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে উদ্ধার করে।
Swift and strong, @indiannavy’s #INSChennai swiftly neutralized pirates attempting to hijack MV Lila Norfolk.
Smiles by the crew say it all…
Unwavering spirit by #IndianNavy at high seas. pic.twitter.com/PBcJTXAFKQ
— PRO Defence Kochi (@DefencePROkochi) January 6, 2024