বিজনেসটুডে২৪ ডেস্ক: দাদা সাইফের উপর হামলার ঘটনা মধ্যরাতেই জানতে পেরেছিলেন । সেই রাতটা হাজার চেষ্টায়ও কিছুতেই ভুলতে পারেন না সোহা আলি খান। সম্প্রতি, এই ভয়ঙ্কর দুর্ঘটনার সেই রাতের অভিজ্ঞতা ভাগ করলেন সোহা।
সাইফের হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে অস্ত্রোপচার, তার থেকেও বড় বিষয় হলো কে বা কারা আক্রমণ করলেন? খবরের ঘনঘটা চলেছে দিনকয়েক। আলোচনা থামলেও বাড়ির ভিতরটা এখনও যেন থমথমে। সেই দিনের ঘটনা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছে না পরিবার।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী সোহা আলি খান জানান, সেদিনের ঘটনার পর সাইফ এখন অনেকটাই সুস্থ। তিনি ভালো আছেন। তবে এই ঘটনা তাঁদের পরিবারের উপর মানসিক ভাবে প্রভাব ফেলেছে। জ়ুমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোহা ছুরিকাঘাতের ঘটনা শেয়ার করে বলেন, ‘আমরা খুব খুশি যে দাদা ভালো আছেন। খুব বড় অস্ত্রোপচার হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি এখন আগের থেকে অনেকটাই ভালো আছেন। এই মানসিক আঘাত থেকে সেরে উঠতে আমাদের পরিবারের সকলেরও সময় লাগবে।’
সোহা বলেন, এই ঘটনার পর নিজের কন্যাকে নিয়েও আতঙ্কে ভুগেছেন অভিনেত্রী। সেই দিনের ঘটনা তাঁর স্বামী কুণাল খেমু তাঁকে জানান। অভিনেত্রী বলেন, ‘ভয় মানুষের মনে কী ভাবে কাজ করে, তা না দেখলে সত্যিই বুঝতাম না। আমরা আমাদের মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ মনে হলো, আমাদের কি মেয়েকে স্কুলে পাঠানো উচিত?’ নানা বিষয় মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল সেই দিনগুলোয়, বলেও জানিয়েছেন সোহা। তিনি বলেন, ‘আমরা মেয়েকে স্কুলে পাঠিয়ে হাসপাতালে ছুটে গিয়েছিলাম। তখনই ধীরে ধীরে বুঝতে শুরু করি যে ঠিক কী ঘটেছে তা।’