বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বৈরী আবহাওয়ার কারণে সোমবার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল কিছুটা ব্যাহত হয়েছে। সোমবার বিকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (সাউদিয়া) একটি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়। সেটা মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করেছে।
সোমবার সন্ধ্যার পর বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র জানায়, সাউদিয়ার এসভি-৮৮৩ ফ্লাইটটি সকালে গুয়াঞ্জু থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বিকালে ঢাকার আকাশে বেশ কয়েকটি চক্কর দিয়ে নামতে পারেনি। পরে ফ্লাইটটি মিয়ানমারে গিয়ে অবতরণ করে।
টরন্টো ও দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইটও ঢাকায় ঘণ্টা খানেক চেষ্টার পর অবতরণ করে সিলেটে গিয়ে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩০৮ ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে এসে ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে। তাদের চেন্নাই থেকে ঢাকাগামী ফ্লাইটটিও গেছে সিলেটে। তবে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট চলাচল সেখানে স্বাভাবিক আছে।
বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানায়, সোমবার তাদের কক্সবাজার ও চট্টগ্রাম রুটের ১০টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া বিমানের শারজাহ, আবুধাবি, দুবাই ও মাস্কাট রুটের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আর বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।