সুমি আক্তারের পর সৌদি থেকে দেশে ফেরার আকুতি জানানো গৃহকর্মী হুসনে আরাকেও উদ্ধার করা হল। উদ্ধার করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে , সৌদি আরবের নাজরান এলাকায় একটি বাড়ি থেকে ভিডিও বার্তায় দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন হুসনে আরা। সোমবার এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তা নজরে আসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। সাথে সাথে তিনি সৌদি দুতাবাসকে অবিলম্বে ব্যবস্থা নেয়ার নির্দেশে দেন। গৃহকর্মী হুসনে আরাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে স্থানীয় পুলিশ। জেদ্দা থেকে হাজার কিলোমিটার দুরে ছিলেন হুসনেআরা। তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে জেদ্দা দূতাবাস ।
পঞ্চগড়ের সুমি আক্তারও সৌদি আরবের নাজরান এলাকায় নির্যাতনের শিকার হয়ে পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠান। দূতাবাস তাকে উদ্ধার করে দেশে পাঠায়।
বিজনেসটুডে২৪ ডেস্ক