বিজনেসটুডে২৪ ডেস্ক
আরও তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থেকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এমনকি সচিব পদে থেকে গেলেন জয় শাহও । দ্য ওয়াল মঙ্গলবার লিখেছিল, আরও তিন বছর দ্বিতীয় বারের জন্য বোর্ডের ক্ষমতায় আসতে চলেছেন মহারাজ। সেই সিদ্ধান্তই হল বুধবারের বারবেলায়।
সুপ্রিম কোর্টের বুধবারই সিদ্ধান্ত জানানোর কথা ছিল। মঙ্গলবার দফায় দফায় শুনানি হওয়ার পরে সবটা শুনেছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও হিমা কোহলি। তাঁরাই এদিন জানিয়েছেন, সৌরভ ও জয় শাহের ক্ষেত্রে কুলিং অফ পিরিয়ড বাড়ানো হল। তিন বছরের বদলে ছয় বছর করা হয়েছে। সেক্ষেত্রে সৌরভের প্রেসিডেন্ট পদে ও জয়ের সচিব পদে থাকার অসুবিধে থাকল না। বোর্ডের হয়ে আইনজীবী কপিল সিব্বল কুলিং অফ পিরিয়ড বাড়ানোর কথা বলেছিলেন। তিনি যুক্তি সহকারে বুঝিয়েছেন সৌরভদের বোর্ডে থাকলে কতটা সুবিধে হতে পারে।
এদিন সুপ্রিম কোর্টের নির্দেশে কুলিং অফের নিয়মেরও বদল হল। রাজ্য সংস্থায় ছ’বছর এবং বোর্ডে ছ’বছর দায়িত্বে থাকতে পারবেন এক জন শীর্ষ আধিকারিক। ১২ বছর দায়িত্ব সামলানোর পর কুলিং অফে যেতে হবে তাঁকে।
সৌরভ ২০১৫ সালে সিএবি-র প্রেসিডেন্ট হন, চার বছর তিনি দায়িত্বে ছিলেন। সেইবছরই তিনি বোর্ডের দায়িত্ব পান। তাঁর কাছে আরও তিন বছরের সময় থাকছে। যদিও এর মধ্যে আইসিসি-তে চলে যান তা হলে তিনি প্রেসিডেন্ট পদে বসিয়ে দিতে পারেন সচিব জয় শাহকে। সেই সম্ভাবনাও রয়েছে।
লোধা সংস্কারের পরে ঠিক হয়, এক ব্যক্তি নয় বছর টানা ক্ষমতায় থাকতে পারবেন না। সেইসময় ঠিক হয়, রাজ্য সংস্থায় ছয় বছর থাকার পরে বোর্ডে তিনি থাকতে পারবেন তিন বছর। কিন্তু এই নিয়ে বোর্ডের শুরু থেকেই আপত্তি ছিল। তারা এই নিয়ে সংস্কারের দাবি জানিয়ে এসেছিল। সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে। তারা এটা ভেবেছে, এই মুহূর্তে সৌরভ-জয়রা ক্ষমতা থেকে চলে গেলে বিকল্পদের উঠে আসতে সময় লাগবে। সেরকম কোনও যোগ্য ব্যক্তি নেই যে সৌরভদের অভাব ঢাকতে পারবেন।