Home খেলাধুলা সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কে এই বাঙালি অভিনেত্রী?

সৌরভের বায়োপিকে ডোনার চরিত্রে কে এই বাঙালি অভিনেত্রী?

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে গোটা ভারতে চর্চা চলছেই। রাজকুমার রাওকে সৌরভের ভূমিকায় দেখা যাবে, এ কথা জানা। রাজকুমার রাও সৌরভের ভূমিকায় অভিনয়ের জন্য জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। কিন্তু প্রিন্স অফ ক্যালকাটার স্ত্রীর ভূমিকায় কে অভিনয় করবেন, তা নিয়ে কৌতূহল দীর্ঘদিনের।

কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন মুকেশ ছাবরা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ডোনা গাঙ্গুলির চরিত্রে বাঙালি নায়িকার উপরেই ভরসা রাখতে চাইছেন মুম্বইয়ের এই কাস্টিং ডিরেক্টর। সৌরভ গাঙ্গুলির বায়োপিকে নায়িকার চরিত্রে নাকি মিমি চক্রবর্তী ও ইশা সাহার নাম উঠে আসছে। যদিও চূড়ান্তভাবে এখনই কোনও কিছু ঠিক হয়নি। গুঞ্জন সত্যি হবে কিনা এখন সেটাই দেখার।

যদিও সৌরভ-কন্যা সানা পর্দায় তাঁর মা হিসেবে তৃপ্তি দিমরিকে বেছে নিয়েছিলেন। কিন্তু মহারাজের বায়োপিকে ডোনার চরিত্র কে করবেন, তা নিয়ে যে টুইস্ট আছে, তা বলাই যায়!