Home জাহাজ ভাঙা শিল্প স্ক্র্যাপ জাহাজে ১৭ চীনা নাবিক

স্ক্র্যাপ জাহাজে ১৭ চীনা নাবিক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপকূলে স্ক্র্যাপ জাহাজে ১৭ চীনা নাবিক দেশে ফেরত যাওয়ার অপেক্ষায়।

ইউনি হারভেস্ট নামে একটি জাহাজে ঐ নাবিকরা রয়েছেন। জাপানের পতাকাবাহী জাহাজটি গত ২০ জানুয়ারি রওনা দেয় চীনের উইফং বন্দর থেকে। গত শনিবার জাহাজটি সীতাকুণ্ড উপকূলে পৌঁছে। করোনাভাইরাস আতংকের মধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে নামার অনুমতি দেয়নি প্রশাসন। জাহাজে থাকা অন্য দেশের নাবিকরা নেমে গেছেন। আমদানিকারক জানিয়েছেন,এদেরকে জাহাজ থেকে নামিয়ে সরাসরি দেশে পাঠিয়ে দেয়া হবে।