Home Second Lead স্ক্র্যাপ জাহাজ আমদানি স্থগিত, কোয়ারেন্টাইনে ৫ টি

স্ক্র্যাপ জাহাজ আমদানি স্থগিত, কোয়ারেন্টাইনে ৫ টি

সীতাকুণ্ড শিপব্রেকিং ইয়ার্ড। ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: স্ক্র্যাপ জাহাজ আমদানি স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে আমদানি করা ৫টি জাহাজকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ এপ্রিল পর্যন্ত পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য জাহাজ আমদানি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় জাহাজ আমদানির জন্য কোনও অনাপত্তি সনদ (এনওসি) প্রদান করা হচ্ছে না। এছাড়া পুনঃপ্রক্রিয়াজাতকরণের জন্য আমদানিকৃত পাঁচটি জাহাজকে আজ কোয়ারেন্টিনে পাঠানো  হয়েছে।  জাহাজগুলো আগামী দুই সপ্তাহ গভীর সমুদ্রে নোঙরে থাকবে।

সীতাকুণ্ডে অবস্থিত শিপব্রেকিং শিল্পে নিয়োজিত প্রায় ৩৫ হাজার কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনা করে শিল্প মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি আজ বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো হয়েছে।