Home আইন-আদালত স্ত্রীর সঙ্গে সংসার করার শর্তে ৫৪ স্বামীকে মামলা থেকে অব্যাহতি

স্ত্রীর সঙ্গে সংসার করার শর্তে ৫৪ স্বামীকে মামলা থেকে অব্যাহতি

প্রতীকি ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক

সুনামগঞ্জে স্বামী-স্ত্রীদের মধ্যে কলহ ও যৌতুকসহ বিভিন্ন নির্যাতনের ৬৫ টি মামলায় ১১ জনকে দেড় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ৫৪ জন স্বামীকে তাদের স্ত্রীদের নিয়ে সংসার করার নির্দেশনা দিয়ে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।

মামলার হয়রানি ও সংসার এবং দম্পতিদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই পদক্ষেপ নেয়া হয় বলে জানান আদালত।

জানা যায়, তাদের স্বামীদের ভাল হওয়ার জন্য সুযোগ দেওয়া হয়, পরে দুই পক্ষের মধ্যে আপস মিমাংসা করে সোমবার দুপুরে ফুল ও চকলেট দিয়ে স্বামী স্ত্রীদের এক সাথে সংসার করার নির্দেশনা প্রদান করেন আদালত।

অন্যদিকে আরও ১১টি পরিবার একত্রিত করতে সক্ষম না হওয়ায় ও নির্যাতিত স্ত্রী  ও তাদের সাক্ষীরা স্বামীর বিরুদ্ধে স্বাক্ষী দেওয়া এবং তা প্রমাণিত হওয়ায় ১১ জনকে এই কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নূরুল ইসলাম, মো. শামীম, নজরুল ইসলাম, শাহেদ চৌধুরী, রকিবুল ইসলাম, ইমরান আহমদ, আল-আমিন, মো.সোহেল মিয়া, আল-আমিন, মইন উদ্দিন, রিপন মিয়া।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নান্টু রায় বলেন, এটি একটি যুগান্তকারি রায়। এর আগেও ৪৭ টি মামলার একইভাবে রায় দেন আদালত। এই রকম রায়ে আদালতে মামলা জট কমবে এবং মানুষ আদালতে ঘন ঘন হাজিরা দেয়া থেকে রক্ষা পাবে। এই রকম ভাবে দ্রুত মামলার রায় হলে বিচার প্রার্থী ও আইনজীবীদের জন্য ভাল দিক।