বিজনেসটুডে২৪ ডেস্ক
ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত করা হলো নার্সিং নিবন্ধন পরীক্ষা। এর আগে বুধবার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ডিপ্লোমা ফিজিওথেরাপিস্ট পরিষদের ব্যানারে আন্দোলনে নামে পরীক্ষার্থীরা।
২০ জানুয়ারি জানানো হয়েছিল ১২ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের ইস্যু করা প্রবেশপত্রেই পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষা হবে ঢাকার তিনটি প্রতিষ্ঠানে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি থেকে পরীক্ষায় অংশ নেওয়াদের রোল নম্বর ১০০০০১ থেকে ১০৪১৫৩; তাদের পরীক্ষা হবে ইডেন মহিলা কলেজে। যাদের রোল নম্বর ১০৪১৫৪ থেকে ১০৮৫৯৪; তাদের পরীক্ষা হবে ফার্মগেটের তেজগাঁও কলেজে। মিডওয়াইফারি থেকে নিবন্ধন পরীক্ষায় অংশ নেওয়াদেরও পরীক্ষা হবে এ কেন্দ্রে। আর বিএসসি ইন নার্সিং থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা হবে শান্তিনগরের হাবীবুল্লাহ বাহার কলেজে।
অপরদিকে, ৩ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ মিনারে এক মানববন্ধনে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)নেতারা সকল দ্বায়িত্ববান মহলের দৃষ্টি আর্কষণ করে বলেছেন, অনতিবিলম্বে পরিবার কল্যাণ পরিদর্শিকাগণদের মিডওয়াইফ সম-মান দেওয়ার যে কোনো পদক্ষেপ বন্ধ করা হউক।