বিজনেসটুডে২৪ ডেস্ক
স্থিতিশীল হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা এখনও সংকটজনক। উদ্বেগ এখনও কাটেনি। মঙ্গলবার বিকেলের বুলেটিনে একথাই জানিয়েছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার রাত থেকেই বাইপ্যাপ ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
হাসপাতাল সূত্রে খবর, বাইপ্যাপের সামান্য উন্নতি হয়েছে। আপাতত ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে না সৌমিত্রবাবুকে। তবে অবস্থার অবনতি হলে প্রয়োজনে অন্য ভেন্টিলেশনের কথা ভাবনাচিন্তা করবেন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা নির্মিত মেডিক্যাল বোর্ড।
একাধিক কো-মর্বিডিটি থাকায় উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সেই সঙ্গে বাড়ছে ঝুঁকিও। হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর ইলেক্ট্রোলাইট প্যারামিটারগুলির অবস্থা বিশেষ ভাল নয়। ফুসফুস কীভাবে এবং কী মাত্রায় কাজ করছে সেদিকে সর্বক্ষণ নজর রেখেছেন অভিজ্ঞ চিকিৎসকরা। বর্ষীয়ান অভিনেতার অবস্থা আপাতত স্থিতিশীল হলেও তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। এছাড়াও সবসময়ই রয়েছে একটা অস্বস্তি। মাঝে মাঝেই মৃদু উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। ঘুম কমে গেলেও তন্দ্রাভাব রয়েছে।
হাসপাতালের তরফে জানানো হয়েছে সৌমিত্রবাবুর স্নায়বিক সমস্যার সেভাবে উন্নতি হয়নি। সেই সঙ্গে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও রয়েছে বেশ খারাপের দিকে। তবে এমআরআই রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। তাই কিছুটা স্বস্তি রয়েছে। জানা গিয়েছে, আজ হার্টের ইকোকার্ডিওগ্রাম, ইসিজি এবং রক্তপরীক্ষা করা হতে পারে তাঁর। আরও এক বার এমআরআই-ও করা হতে পারে। কাল, বুধবার নতুন করে করোনা পরীক্ষাও করা হবে সৌমিত্রবাবুর।
হাসপাতালের তরফে জানানো হয়েছিল যে সৌমিত্রবাবুর শরীরে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়েছে। অস্থিরতা রয়েছে এবং মানসিক ভাবেও উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। ফলে উদ্বেগ কাটেনি। বরং স্থিতিশীল অবস্থা হলেও সঙ্কট এবং ঝুঁকি দুইই বেড়েছে। এমনিতেই করোনা আক্রান্ত হলে শরীরে অক্সিজেনের ঘাটতি হয়। তার উপর সৌমিত্রবাবুর শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় চিন্তায় রয়েছেন চিকিৎসকরাও।