বিজনেসটুডে২৪ ডেস্ক
স্পাইসজেটের অন্ডালগামী বিমানে আবারও বিভ্রাট। কয়েকদিন আগেই মুম্বই-অন্ডাল বিমান টার্বুলেন্সে পড়ে। এর জেরে প্রায় ১৪ জন যাত্রী আহত হয়েছিলেন। আর এবার চেন্নাই থেকে অন্ডালগামী বিমানের ইঞ্জিনে বিভ্রাট দেখা দেয়। এর জেরে মাঝ আকাশ থেকে চেন্নাই ফিরে যায় বিমানটি।
জানা গেছে, স্পাইসজেটের SG-331 উড়ানের সময় বোয়িং B737-8 ম্যাক্স বিমানের VT-MXA-এর ইঞ্জিনে কিছু সমস্যা তৈরি হয়। এরপরে দুর্গাপুরগামী স্পাইসজেটের বিমানটিকে মঙ্গলবার রাতে চেন্নাইতে ফিরে যেতে হয়েছিল