Home সারাদেশ স্পিডবোট ডুবি: ৩৬ ঘন্টা পর ৫ জনের লাশ উদ্ধার

স্পিডবোট ডুবি: ৩৬ ঘন্টা পর ৫ জনের লাশ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর পাঁচজনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও স্থানীয়রা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে পর্যায়ক্রমে ভাসমান এ লাশগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- রাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মেহিবুল হক (৫৭), কৃষি ব্যাংক বাহেরচর শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), আশা ব্যাংকের খালগোড়া শাখার লোন অফিসার কবির হোসেন (৩১), এলজিইডির নির্মাণকাজে আসা শ্রমিক হাসান মিয়া (৩০) ও ইমরান (৩২)।

মৃতদের লাশ বর্তমানে কোড়ালীয়া লঞ্চঘাটে রয়েছে। লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মেহিবুল হক বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জিরাইন গ্রামের মৃত রহমান হকের ছেলে, মোস্তাফিজুর রহমান পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের আবদুল সালাম হাওলাদারের ছেলে, কবির হোসেন বাউফল উপজেলার আজিজ সিকদারের ছেলে, হাসান মিয়া পটুয়াখালী সদরের ছোট আউলিয়াপুর গ্রামের আবদুর রহিম হাওলাদারের ছেলে আর ইমরান বাউফল উপজেলার জয়গোড়া গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে।

রাঙ্গাঁবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান,মৃতদেহ ফুলে উঠলেও এখন পর্যন্ত বিকৃত হয়নি। তাই পরিবারের সদস্যরা মৃতদের সহজেই শনাক্ত করতে পারবে। উদ্ধার হওয়া নিহত পাঁচজনের লাশ পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।