Home অন্যান্য স্বর্ণের দাম বাড়ছে ভরিতে ১,১৬৬ টাকা

স্বর্ণের দাম বাড়ছে ভরিতে ১,১৬৬ টাকা

স্বর্ণের দাম বাড়ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বুধবার থেকে আবার বাড়ছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে বাড়বে ১,১৬৬ টাকা।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায়  বাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। তাই স্থানীয় বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৬১ হাজার ৫২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫৪ হাজার ১৭৯ টাকায় বিক্রি হবে। এই হিসেবে ভরিতে বৃদ্ধি পাবে ১ হাজার ১৬৬ টাকা।

ইতিপূর্বে গত ৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। গত বছরে জুলাই, আগস্ট, নভেম্বর ও ডিসেম্বরে চার দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল।