বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার উড়োজাহাজ থেকে চোরাপথে আনা স্বর্ণের একটি চালান উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক করা হয়েছে স্বর্ণ পাচারে জড়িত এক যাত্রীকে।
শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, ইউএস বাংলার উড়োজাহাজটি বৃহস্পতিবার ভোরে শাহজালালে অবতরণ করে। তাদের কাছে গোপন সূত্রের সংবাদ ছিল চোরাপথে আনা স্বর্ণের চালানটির ব্যাপারে। ফজলে রাব্বী নামের এক যাত্রীকে চিহ্নিত করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণের বার আনার কথা তিনি স্বীকার করেন। পরে ওই যাত্রীকে নিয়ে আবার উড়োজাহাজে উঠে তার দেখিয়ে দেওয়া ৩২এফ ও ৩১এফ আসনের নিচে লাইফ ভেস্টের ভেতরে কালো টেপে মোড়ানো দুটি বান্ডেল উদ্ধার করা হয়।
দুটি বান্ডেল গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে তাতে ৪৮ পিস সোনার বার এবং যাত্রীর কাছ থেকে আরও একটি বার পাওয়া যায়। এসব সোনার বারের মোট ওজন ৫ কেজি ৬৮৪ গ্রাম, আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জব্দ সোনার বারগুলো শুল্ক গুদামে জমা দেয়ার প্রক্রিয়া চলছে। আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা হয়েছে।