Home Third Lead ওসমানী বিমান বন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

ওসমানী বিমান বন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিলেট:  বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজে পাওয়া গেল সাড়ে ১৭ কেজি স্বর্ণ। স্বর্ণের বার ও পিন্ডগুলো  ছিল লাগেজে করে আনা ফ্যানের ভিতরে।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যাত্রী আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) এর লাগেজ তল্লাশিতে পাওয়া গেছে ঐ স্বর্ণ।  গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান জব্দ করেন। এসময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রী আফতাব উদ্দিন (৩৬) ও সাঈদ আহমদ (২৪) কে আটক করা হয়।

জানা যায়, দুই যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের লাগেজ তল্লাশি করেন সংশ্লিষ্টরা। লাগেজের ভিতরে ফ্যানের মধ্যে কৌশলে রাখা ১২০টি স্বর্ণের বার ও ৪টি গোলাকার স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় সাড়ে ১৭ কেজি বলে কাস্টমস জানিয়েছে। সিলেট বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগে নিয়োজিত কাস্টমস-এর সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন।