Home Second Lead ৪দিন পর ফের সস্তা হল সোনা

৪দিন পর ফের সস্তা হল সোনা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চারদিনের মাথায় আরও সস্তা হলো স্বর্ণ। আগামীকাল বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ৪৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে,স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দর কমানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৯৭ হাজার ৪৪ টাকা, যা বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণ বিক্রি হচ্ছিল ৯৮ হাজার ২১১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেটের ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরির দাম পড়বে ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

চার দিন আগে (৩০ সেপ্টেম্বর) স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। তারও আগে ২৭ সেপ্টেম্বর দাম কমিয়ে স্বর্ণের মূল্য নির্ধারণ করেছিল বাজুস।