বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা:স্বল্প মূলধন ও ঋণের অপর্যাপ্ততার কারণে নারী উদ্যোক্তারা বহুদূর এগিয়ে যেতে পারছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দুই দিনব্যাপী ভার্চ্যুয়াল ‘এশীয় নারী উদ্যোক্তা সামিট-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেনস ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র যৌথ আয়োজনে দুই দিনব্যাপী ভার্চ্যুয়ালি ‘এশীয় নারী উদ্যোক্তা সামিট-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মাসুদুর রহমানের সভাপতিত্বে সামিটে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইল, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেনসের সভাপতি মানতাশা আহমেদ।
দুই দিনব্যাপী আয়োজিত এই অনলাইন সামিটের উদ্বোধনী দিনে বক্তারা নারী উদ্যোক্তাদের প্রথম ১০ বছরের জন্য কর ও ভ্যাট ছাড় দেওয়াসহ জামানত ছাড়া স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যাপারে জোর দেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মহামারি মোকাবিলায় ক্ষুদ্র ও মাঝারি খাতে প্রায় ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে যা পুরোটাই ব্যাংকঋণ নির্ভর। কিন্তু অনেক ব্যাংকই জামানত ছাড়া ঋণ দিতে না চাওয়ায় নারী উদ্যোক্তাদের মধ্যে বেশির ভাগই এ ঋণ পায় না। করোনাতে যে সব ক্ষুদ্র উদ্যোক্তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে নারী উদ্যোক্তাদের ক্ষতির পরিমাণটা অত্যাধিক। তাই নারী-উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত ঋণ, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়া দরকার।