Home Second Lead স্বস্তি নেই সবজির বাজারেও

স্বস্তি নেই সবজির বাজারেও

ভোজ্যতেল: ১০ মাসে তিন দফায় দাম বেড়েছে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: গেল বছরের ২৭ মে সয়াবিন তেল লিটারপ্রতি ৯ টাকা ও ১৯ অক্টোবর বোতলজাত তেলের লিটারে ৭ টাকা বাড়ানো হয়েছিল। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা ও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে গেল ৬ ফেব্রুয়ারি তৃতীয় দফায় ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী, বর্তমানে ৮ টাকা বাড়তি দরে প্রতি লিটার সয়াবিন তেল ১৬৮ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে এতদিন ৭৬০ টাকায় বিক্রি হওয়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল বর্তমানে ৭৯৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বাড়তি দরে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন ও পামতেল। খোলা সয়াবিন ৭ টাকা বেড়ে ১৪৩ টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া এতদিন ১১৮ টাকা লিটারে বিক্রি হওয়া পামতেল এখন ১৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছরের শুরুতেই ভোজ্যতেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। যদিও ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তেলের দাম বাড়ানো যাবে না বলে জানিয়ে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি ভোজ্যতেল ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করে লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়।
এদিকে দফায় দফায় তেলের দাম বাড়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
রিয়াজউদ্দীন বাজারে পণ্য কিনতে আসা এক ক্রেতা বলেন, আমরা কিভাবে জীবন ধারণ করব বুঝতে পারছি না। চাল, ডাল, তেল সবকিছুতেই বাড়তি টাকা গুণতে হচ্ছে। আমাদের ইনকাম তো বাড়েনি। সংসার কিভাবে চালাবো কিছুই বুঝতে পারছি না।
এদিকে সবজির বাজারেও মিলছে না স্বস্তি। মৌসুম শেষ হয়ে আসায় আবারো বাড়তি দরে বিক্রি হচ্ছে শীতের সবজি। বাজারে আজ মূলা ৩০ থেকে ৪০, ঢেঁড়শ ৫০, পেঁপে ৩০, বাঁধাকপি ও ফুলকপি ৩৫ থেকে ৪০, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০, লাউ ৬০, চাল কুমড়া ৩৫ থেকে ৪০, শিম ৪০ ও টমেটো ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অপরদিকে খুচরা দোকানে প্রতিকেজি খোলা আটা ৩৬, প্যাকেটজাত আটা ৫০, প্যাকেটজাত ময়দা ৫২ থেকে ৫৫  এবং ১১০ টাকা কেজিতে মসুর ডাল বিক্রি হচ্ছে। পাশাপাশি দেশি রসুন ৫০, আমদানি রসুন ১২০ ও দেশি আদা ১শ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
তাছাড়া প্রতিকেজি রুই-কাতল-শিং-টাকি ২৫০ থেকে ৩শ, তেলাপিয়া ও পাঙ্গাস ১৫০, চিংড়ি ৬শ ও বড় সাইজের ইলিশ ১২শ টাকায় বিক্রি হচ্ছে।