বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে এখন ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় স্বাধীনতা কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছিল সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। তবে শুক্রবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে স্বাধীনতা কনসার্ট। ১১ এপ্রিলের পরিবর্তে একই ভেন্যুতে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘গাজা এবং রাফায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলা চলছে। সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই। দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা কর্মসূচিকে আমার সমর্থন করি। ১১ এপ্রিল দেশের চার শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল স্বাধীনতা কনসার্ট। শুক্রবার আমরা ধর্মপ্রাণ মুসলমানেরা একাত্ম হয়ে এই ন্যক্কারজনক গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে অংশ নেব, তাই ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল একই স্থানে অনুষ্ঠিত হবে সবার আগে বাংলাদেশের স্বাধীনতা কনসার্ট।’
উল্লেখ্য, স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া এভিনিউতে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।