বিজনেসটুডে২৪ প্রতিনিধি
জয়পুরহাট: জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলীসহ সরকারি- বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় স্কুলের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ক কুচকাওয়াজের সালাম ও ডিসপ্লে উপস্থাপন করেন। পরে অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
জেলা প্রশাসনের আয়োজনে ও জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় দুপুরে জয়পুরহাটের পৌর কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনার দেওয়া হয়।
দিন ব্যাপি সরকারি- বেসরকারি বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক নানা কর্মসূচি পালন করেছেন।