বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: গভীর রাতে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেয়ার অভিযোগে আটক হয়েছে স্ত্রী। এ ঘটনা রাজধানীর মোহাম্মদপুরের। গুরুতর আহত স্বামীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার ১ নম্বর রোডের একটি বাসায় স্বামী (৩৫) র বিশেষ অঙ্গ কেটে দেয় স্ত্রী (২৮)।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে গুরুতর অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।