Home First Lead স্বাস্থ্যবিমার আওতা বাড়ছে

স্বাস্থ্যবিমার আওতা বাড়ছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্য বিমার আওতা বাড়াবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থানকালে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।।

তিনি বলেছেন, সরকার দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জন্য স্বাস্থ্য বিমার আওতা বাড়াবে।দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবায় অর্থায়নের জন্য হাতে নেওয়া স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে এ আওতা বাড়ানো হচ্ছে। ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৮১ হাজার ৬১৯টি পরিবারের মোট ২০ হাজার ৯৩১ সদস্য সেবা পেয়েছেন। ধীরে ধীরে সারা দেশেই এ সেবা ছড়িয়ে দেওয়া হবে।

২০১৮ সালে প্রকাশিত আইসিডিডিআরবির এক গবেষণা অনুসারে, এ স্কিমের অধীনে প্রতিটি নিবন্ধিত পরিবারকে স্বাস্থ্যসেবা বাবদ প্রতি বছর ৫০ হাজার টাকা (৬২০ মার্কিন ডলার) করে দেওয়া হচ্ছে।

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করে স্বাস্থ্য বিমার আওতা বাড়ানো হয়েছে। এই নীতিটির নাম ‘স্বাস্থ্যখাতে অর্থায়নের কৌশল: ২০১২-২০৩২’।