Home চট্টগ্রাম সড়কপথের জন্য বেপজার সহায়তা চেয়েছেন সিটি প্রশাসক

সড়কপথের জন্য বেপজার সহায়তা চেয়েছেন সিটি প্রশাসক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন নগরীর সড়কপথ উন্নয়নে সার্ভিস দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)কে।

তিনি বৃহস্পতিবার ২২ অক্টোবর বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)র নির্বাহী   চেয়ারম্যানের সাথে বেপজা কার্যালয়ে সাক্ষাতকালে বলেন,  বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (বেপজা) জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। চট্টগ্রাম জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। চট্টগ্রাম নগরীতে যে বড় দুটি ইপিজেড রয়েছে তাদের সেখানে বিরাট কর্মী বাহিনী কাজ করছে। ইপিজেড দুটি সিটি কর্পোরেশনের সড়ক অবকাঠামো ব্যবহার করে তাদের নিত্য ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে নূন্যতম একটি সাভিস চার্জ পেতে পারে। এই সার্ভিস চার্জ দিয়ে নগরীর সড়ক অবকাঠামোগুলো সংস্কার ও উন্নয়ন সম্ভব।

তিনি আরো বলেন, যানবাহন চলাচলের জন্য ভাল মানের রাস্তা ও অবকাঠামো প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একার পক্ষে তা সম্ভব নয়। এই ব্যয় নির্বাহে বেপজার অংশীদারিত্ব চট্টগ্রাম নগরবাসী তো বটেই তার সুফল ভোগ করবে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলও।

আরো বলেন, বেপজা সরকারের কাছ থেকে অনেক ক্ষেত্রে কর অবকাশ সুবিধা পেয়ে থাকে। যেহেতু সিটি কর্পোরেশন তাদের শিল্পের গার্ভেজ অপসারণসহ পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে অনেক সেবা দিয়ে যাচ্ছে, সেই বিবেচনায় যদি নূন্যতম একটি সার্ভিস চার্জ সিটি কর্পোরেশন পায়, তাহলে সত্যিকার অর্থে অবদান হিসেবে চিহ্নিত হবে।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম প্রশাসকের বক্তব্যে সাড়া দিয়ে বলেন, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার ক্ষেত্রে অল্প সময়ে ভালো ভূমিকা রেখেছেন, যা প্রশংসার দাবি রাখে। আমি সার্ভিস চার্জের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবো এবং এ ব্যাপারে সব ধরণের সহযোগিতা করবো।

তিনি ইপিজেড এলাকাকে পরিচ্ছন্ন রাখার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।