Home জাতীয় হচ্ছে না বীমা মেলা

হচ্ছে না বীমা মেলা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: মহামারি করোনার কারণে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু বীমা মেলা বাতিল করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

বীমা মেলা বাতিল হলেও ১ মার্চ বীমা দিবস পালন করবে সরকার। এ বছর দিবসটির স্লোগান ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার’। ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। ২০২০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবস উদ্বোধন করা হয়।

চলতি বছর জাতীয় বীমা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ১ ও ২ মার্চ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।