বিজনেসটুডে২৪ প্রতিনিধি,
ঢাকা:
হজ যাত্রায় বিমান ভাড়া কমানোর দাবি জানিয়ে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ আজ রবিবার সকালে মানববন্ধন করেছে। মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে মানববন্ধন করে পরিষদ।
বিমান ভাড়া না কমালে আন্দোলনের বড় কর্মসূচি নিয়ে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ।
মানববন্ধনে পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নাসের বলেন, ওমরাহ পালন করতে বিমান ভাড়া লাগে ৪৫ হাজার থেকে ৪৮ হাজার টাকা। গতবছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল এক লাখ ৩০ হাজার টাকা কিন্তু এ বছর এক লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটা অযৌক্তিক ও হজযাত্রীদের উপর জুলুম।
হজযাত্রীদের বিমান ভাড়া এক লাখ টাকা করার দাবি জানান তিনি।