Home আন্তর্জাতিক জেদ্দায় হজবিষয়ক সম্মেলন ও প্রদর্শনী

জেদ্দায় হজবিষয়ক সম্মেলন ও প্রদর্শনী

বিজনেসটুডে২৪ ডেস্ক

সউদি আরবের জেদ্দায় ২০২৩ সালের পবিত্র হজবিষয়ক সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ থেকে ১২ জানুয়ারি জেদ্দায় ৪ দিনব্যাপী এই সম্মেলন (হজ এক্সপো ২০২৩) অনুষ্ঠিত হবে। এতে ৪০০-রও বেশি চুক্তি সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ। মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের তত্ত্বাবধানে প্রদর্শনী ও সম্মেলন আয়োজিত হবে।

ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে হজ ও উমরাহ পালনের অভিজ্ঞতাকে আরও মসৃণ ও সমৃদ্ধ করাই এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য। এই সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের ২০০রও বেশি প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তির সামনে হজবিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারিত্ব ও চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি হজযাত্রীদের সম্ভাব্য সব প্রয়োজন পূরণে নানা উদ্যোগ নেওয়া হবে।

হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ বলেন, ‘এই সম্মেলনটি জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবারের সম্মেলনে ৫৬টিরও বেশি দেশ থেকে প্রতিনিধি, মন্ত্রী, রাষ্ট্রদূতসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন। আশা করছি, এবারের সম্মেলনে ৪০০রও বেশি চুক্তি সম্পন্ন হবে।’ এবারের হজ এক্সপোতে ১০টি মূল সেশন, ১৩টি প্যানেল ও হজ আলোচনা, ৩৬টি কর্মশালা থাকবে। পাশাপাশি হজ ও উমরাহ বিষয়ক পরিষেবার প্রচার ও ইসলামি সংস্কৃতির প্রদর্শনী থাকবে।

সম্মেলনে হজ ও উমরাহযাত্রীদের বিভিন্ন পরিষেবা নিয়ে আলোচনা করা হবে। বিশেষত  হজযাত্রার অভিজ্ঞতাকে আরও দুর্দান্ত করতে লজিস্টিক, পরিবহন, জনসমাগম ব্যবস্থাপনা, আবাসন ও আতিথেয়তা পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন পরিষেবার উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, যুবরাজ সালমানের ‘সউদি ভিশন ২০৩০’ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের মুসল্লিদের ধর্মীয় ও সংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে সউজির হজ ও উমরাহ মন্ত্রক।