Home First Lead এবারে হজযাত্রী জুটেনি ৪৩১ এজেন্সির ভাগ্যে

এবারে হজযাত্রী জুটেনি ৪৩১ এজেন্সির ভাগ্যে

শীর্ষে ঢাকা এয়ার এভিয়েশন, দ্বিতীয় অবস্থানে শাহ আমানত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চলতি বছর ৪৭১টি এজেন্সি কোন হজযাত্রী পায়নি। ৭৫৩টি এজেন্সির মধ্যে এবারে কেবল ২৮২টি এজেন্সি হজযাত্রী পেয়েছেন। সর্বাধিক হজযাত্রী পেয়েছে ঢাকা এয়ার এভিয়েশন সার্ভিস। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে শাহ আমানত হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।
ঢাকা এয়ার এভিয়েশন সার্ভিস  এক হাজার ২১৮ জন হজযাত্রী নিবন্ধন করেছে। শাহ আমানত হজ কাফেলা করেছে এক হাজার ৬১ জন।

এবারে নিবন্ধন হয়েছে মোট ৮৩ হাজার ৯৪৭ জন। এদের মধ্যে সরকারি পর্যায়ে ৪ হাজার ৯৭৯ জন এবং বেসরকারি পর্যায়ে ৭৮ হাজার ৯৬৮ জন নিবন্ধন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করে সৌদি আরব সরকার। শেষ পর্যন্ত প্রায় ৮৪ হাজার হজযাত্রী নিবন্ধন করেন।
 নিবন্ধিত হজ এজেন্সি রয়েছে ১ হাজার ৩০০-এর মতো। এর মধ্যে সক্রিয় ৭ শতাধিক। চলতি বছর হজের জন্য নিবন্ধনের আহ্বান জানিয়ে গত ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কাঙ্ক্ষিতসংখ্যক হজযাত্রী নিবন্ধন না করায় দুই দফায় বাড়িয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে হাব সভাপতি ফরিদ আহমেদ মজুমদার গণমাধ্যমকে বলেন, হজযাত্রীর সংখ্যা কম হওয়ায় অনেক এজেন্সি আদৌ কাউকে নিবন্ধিত করাতে পারেনি। তবে অতীতেও দেখা গেছে সব এজেন্সি যাত্রী নিবন্ধন করাতে পারে না। আগামী বছর সৌদি আরব এজেন্সিপ্রতি ন্যূনতম ২ হাজার সংখ্যা বেঁধে দেওয়ায় হজ এজেন্সির কার্যক্রম আরও সংকুচিত হবে।
৯ ডিসেম্বর সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে প্রতিটি হজ এজেন্সির জন্য সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ২ হাজার নির্ধারণ করা হয়েছিল। পরে বাংলাদেশ সরকারের অনুরোধে চলতি বছর পর্যন্ত এ সংখ্যা ১ হাজার স্থির করা হয়। আগামী বছর এজেন্সিগুলোর জন্য সর্বনিম্ন হজযাত্রী থাকতে হবে ২ হাজার জন। ধারণা করা হচ্ছে, এ শর্তের কারণে তখন নিবন্ধিত অনেক এজেন্সিই কোনো হজযাত্রী পাঠাতে পারবে না।