Home Third Lead হলুদ চায়ের দাম আরও বাড়লো

হলুদ চায়ের দাম আরও বাড়লো

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সেই একই চা গাছ, একই পাতা। আর তা থেকে প্রসেসিংয়ের মাধ্যমে তৈরি ‘ইয়েলো টি’র কেজি এবার দাম উঠলো ১২,২০০ টাকা।  

বৃহস্পতিবার চা নিলাম হয়েছে শ্রীমঙ্গলে। সেখানে বিক্রি হয়েছে দু’কেজি এই চা পাতা। হবিগঞ্জের বৃন্দাবন বাগানে তৈরি হয়েছে এই চা একটি পাতা একটি কুঁড়ি দিয়ে। দর উঠে ১২,২০০ টাকা। সবটাই কিনে নিয়েছে পপুলার টি হাউজ। এর আগে চট্টগ্রাম নিলামে এই চায়ের কেজি বিক্রি হয়েছে ৮,৩০০ টাকায়।

বৃন্দাবন চা-বাগানের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দীন খান জানিয়েছেন, এই বাগানে এর আগে সাদা চা ( হোয়াইট টি ) তৈরিতে সফল হয়েছে বৃন্দাবন। এরপর এবারে বাণিজ্যিক উৎপাদন শুরু হলো ইয়েলো টি’র।

চা গবেষকদের মতে ইয়েলো টির স্বাদ অন্যান্য চায়ের থেকে আলাদা। এ ধরনের চা এর আগে আমাদের দেশে তৈরি হতো না। এই চায়ের বাণিজ্যিক সম্ভাবনা প্রচুর। অন্যান্য বাগানও ইয়েলো টি উৎপাদনে এগিয়ে আসতে পারে।

বৃন্দাবন চা বাগানে তৈরি ইয়েলো টি প্রথম তোলা হয়েছিল চট্টগ্রাম নিলামে। পরিমাণ ছিল ৬ কেজি। দর পাওয়া গিয়েছিল প্রতিকেজি ৮,৩০০ টাকা।