- কিম জং উনের উপস্থিতিতে মিসাইল উৎক্ষেপণ
বিজনেসটুডে২৪ ডেস্ক
আরও উচ্চপ্রযুক্তিম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। আর এবার স্বয়ং শাসক কিম জং উনের উপস্থিতিতেই মিসাইল উৎক্ষেপণ হয়ে গেল সফলভাবে। গোটা বিশ্বের কাছে নিজেদের শক্তি প্রদর্শন করতে তাদের এই উৎক্ষেপণ। এ নিয়ে তৃতীয়বার হাইপারসনিক মিসাইল সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করতে সক্ষম হল উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার এই হাইপারসনিক মিসাইল নিক্ষেপ বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের বুকে কিছুটা কাঁপন ধরিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, তার কারণও আছে। আর সেটাই সম্ভবত লক্ষ্য উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়কের।
মঙ্গলবার পিয়ংইয়ং থেকে হাইপারসনিক মিসাইলটি উৎক্ষেপণের আগে সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখেন কিম নিজে। তাঁর সঙ্গে ছিলেন দুই সমরাধিকারিক। তাঁরাই দেশনেতাকে সমস্ত বুঝিয়ে দেন। এই মিসাইল যে শত্রুপক্ষের বিরুদ্ধে ঠিক কত বড় অস্ত্র, সে সম্পর্কে বিশদে জানানো হয় কিমকে।
১০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম
জানা গিয়েছে, এই হাইপারসনিক মিসাইলটি ১০০০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতার চেয়ে অনেক বেশি। বলা হচ্ছে, কিমের উপস্থিতিতে এই মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে গোটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, উত্তর কোরিয়া প্রযুক্তিতে এগিয়ে চলেছে।
প্রতিবেশী দেশের এই পদক্ষেপকে প্রথমে বিশেষ গুরুত্ব দেয়নি দক্ষিণ কোরিয়া । কিন্তু পরবর্তী সময়ে সে দেশের সেনাবাহিনী জানায়, আগের সবকটি ক্ষেপণাস্ত্রের চেয়ে মঙ্গলবার পিয়ংইয়ং থেকে উৎক্ষেপণ করা মিসাইলটি অনেক বেশি শক্তিশালী এবং অত্যাধুনিক। যা তাদের উন্নতিকেই চিহ্নিত করে।
মিসাইল কেন এতটা ভয় ধরাচ্ছে
এই মিসাইল কেন এতটা ভয় ধরাচ্ছে বাকিদের? তার যথেষ্ট কারণ আছে। হাইপারসনিক মিসাইলের অস্তিত্ব ধরতে পারে না রাডার । ফলে রাডারের নজরদারিতে কিছুতেই এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের উপস্থিতি টের পাওয়া যায় না।
এছাড়া, এই ক্ষেপণাস্ত্রের চলন অন্যান্য মিসাইলের মতো উপবৃত্তাকার নয়, বরং সরলরেখায় চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে হাইপারসনিক মিসাইল। এছাড়া এর গতিও অনেক বেশি। সর্বোপরি কোনও দেশের হাতে এ ধরনের মিসাইল থাকার অর্থ নিউক্লিয়ার অস্ত্র থাকার মতো, যুদ্ধে পরোক্ষ উসকানি। তাই এই উপমহাদেশে উত্তর কোরিয়ার হাতে হাইপারসনিক মিসাইল অন্যদের মনে ভীতি সঞ্চার করবেই।
এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে: ফুমিও কিশিদা
এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়ার। যা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। ফুমিও কিশিদা বলেন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পেয়েই সবাইকে জরুরি বার্তা পাঠানো হয়। সাগরে থাকা জাহাজগুলো নিরাপদে আছে কি-না তা তদারকি করতে বলা হয়েছে। জনগণের সামনে আমরা বিস্তারিত তুলে ধরব। বারবার তাদের এই তৎপরতা সত্যিই দুঃখজনক।