Home সারাদেশ হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: টেটাবিদ্ধ অনেক

হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ: টেটাবিদ্ধ অনেক

হবিগঞ্জ থেকে শেখ মোহাম্মদ তানভীর হোসেন: বানিয়াচংয়ে হাওরে মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার নয়া পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত দুই জনকে সিলেটে ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের খুর্শিদ মিয়ার মতবিরোধ রয়েছে। শনিবার দুপুরে খুর্শিদের পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান। এ সময় তাকে বাধা দেন প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র  টেটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া জানান, সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের ভয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি। বিভিন্ন প্রাইভেট ক্লিনিক চিকিৎসা নিচ্ছেন তারা। ওসি এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।