দিনাজপুর জেলার হাকিমপুর প্রেস ক্লাবের কার্যনিবার্হী সদস্য ও বাংলাটিভির হিলি প্রতিনিধি আবদুল কুদ্দুস আলী খাঁন- এর পিতা হাসেম আলী খাঁন শুক্রবার সকাল ১০ টায় হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, উচচ রক্তচাপ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ও স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান, মেয়র, প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাদ আছর হিলি আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায় নামাজে জানাযা শেষে হিলি কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।