বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় গহিরা গ্রামের এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বিশাল আকৃতির হাঙ্গর মাছ। লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১৫০ কেজি।
অতি বিপন্ন হিসেবে চিহ্নিত এই মাছটি উঠান মাঝির ঘাটের শৈবাল কোম্পানির নৌকায় কাইয়ুম মাঝির জালে বঙ্গোপসাগরে ধরা পড়ে। শনিবার রাতে হাঙ্গরটি উপকূলে নিয়ে আসা হয়। সেখান থেকে জনৈক ব্যবসায়ী কেজি ৩০ টাকা দরে কিনে শহরের মৎস্য আড়তে পাঠিয়েছেন।
বাংলাদেশে বন্যপ্রাণী ও মাছ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আইন হল মাছের সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২। ১৯৫০ সালের আইনে হাঙ্গর এবং স্টিং-রে রক্ষার কোনো বিধান ছিলোনা। ২০১২ সালের আইনে ২৩ টি সামুদ্রিক মাছের সুরক্ষার কথা বলা হয়।
সেই আইন বিদ্যমান থাকা অবস্থায় হাঙ্গর ও শাপলাপাতা মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের ২২ সেপ্টেম্বর বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল সংশোধন করে বিপন্ন হাঙ্গর ও রে মাছের ৫২ প্রজাতিকে অন্তর্ভুক্ত করা হয়।
আইনের ৩৯ ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে এসব প্রাণী আহরণ ও বিক্রির অভিযোগ প্রমানীত হলে তাঁকে এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। কোন ব্যক্তি একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ হবে। এমনকি এ অপরাধ সংঘটনে সহায়তাকারী বা প্ররোচনাকারীও নির্ধারিত দন্ডে দন্ডিত হবেন।