Home Second Lead হাজি সেলিমের ছেলে এরফান গ্রেপ্তার

হাজি সেলিমের ছেলে এরফান গ্রেপ্তার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এরফান সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত সাংসদ হাজী সেলিমের বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো.ওয়াসিমকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান ক্রসিং এর কাছে নৌবাহিনীর এক কর্মকর্তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো হাজী সেলিমের গাড়ি। এরপর নৌবাহিনীর ওই কর্মকর্তা মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন। এসময় হাজী সেলিমের গাড়ি থেকে দুইজন ব্যক্তি নেমে এসে লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধর করেন। একপর্যায়ে ওই কর্মকর্তা আত্মরক্ষার চেষ্টা করেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে লেফটেন্যান্ট ওয়াসিম আহমদ  ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন।

মামলায় আসামিদের তালিকায় প্রথমেই রয়েছে ইরফান সেলিমের নাম।

ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা আশফাক রাজীব হাসান বলছেন, মামলার এজাহারে বেআইনিভাবে পথরোধ করে সরকারি কর্মকর্তাকে মারধর, জখম ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে ।

এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে ইরফান সেলিম ছাড়াও এবি সিদ্দিক দিপু, মোহাম্মদ জাহিদ এবং গাড়ি চালক মিজানুর রহমানের নাম উল্লেখ করা আছে। এছাড়া ২/৩ জন অজ্ঞাতনামা আসামির কথাও বলা আছে।

গাড়ি চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।