*৫৯৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
পিকেএসএফ এর সহায়তায় ঘাসফুল বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ে ১৮ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষুক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঘাসফুল’র পরিচালক (কার্যক্রম) মোহাম্মদ ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালাউদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এখনো পরাধীনতার শৃংখলে নিপিড়িত নির্যাতিত হয়ে অধিকার বঞ্চিত জাতি হিসেবে থাকতাম। আজকে আমাদের শপথ নিতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
দিনব্যাপী স্বাস্থ্য, চক্ষু ক্যাম্পে ৫৯৬ জন রোগীকে বিনামূল্যে মা ও শিশু,ডায়াবেটিক, মেডিসিন,চক্ষু রোগের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগেন্দ্র নাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জহরলাল দেব নাথ, মেখল ইউপি সদস্য বাবু লাভলু ভটাচার্য্য।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও অর্থিক অন্তভূক্তিকরণ বিভাগের ব্যবস্থাপক ও এসডিপি বিভাগের প্রধান মো. নাছির উদ্দিনের যুব কার্যক্রমের প্রতিনিধি মো. সাজ্জাদ হেসেন, মো. আসিফউল্যা ও মনি আক্তার। আরো উপস্থিত ছিলেন মেখল ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য খুরশিদা বেগম, বেবী আক্তার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।