বিজনেসটুডে২৪প্রতিনিধি
হাটহাজারী: আল্লামা আহমদ শফিকে মহাপরিচালক পদ থেকে অব্যাহতি, মাওলানা আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিস্কারসহ বিভিন্ন দাবিতে ছাত্রদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার দেশের অন্যতম কওমী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফিকে শারীরিক অক্ষমতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান, তাঁর পুত্র ও মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানীকে বহিস্কারসহ ৫দফা দাবিতে বুধবার দুপুর থেকে বিক্ষোভ শুরু করে মাদ্রাসার ছাত্ররা। এসময় তাঁরা কয়েকজন শিক্ষকের দপ্তরও ভাংচুর করে। বুধবার রাতে মাদ্রাসার শূরা কমিটি মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বৃহস্পতিবারও ছাত্ররা বিভিন্ন দাবিতে তাঁদের বিক্ষোভ অব্যাহত রাখে। দুই দিন ধরে বিক্ষোভ চলাকালে ভেতর থেকে গেট বন্ধ করে রাখায় প্রশাসন ও পুলিশ কর্মকতাদের কেউ মাদ্রাসার ভেতরে প্রবেশ করতে পারেননি।