Home বিনোদন এবার যার প্রেমে মজলেন গায়ক হানি সিং

এবার যার প্রেমে মজলেন গায়ক হানি সিং

হানি সিং

বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতীয় গায়ক এবং সঙ্গীত প্রযোজক ইয়ো ইয়ো হানি সিং বৃহস্পতিবার তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মিশরীয় মডেল এমার ২৫তম জন্মদিন উদযাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। এরপরই ডেটিংয়ের গুঞ্জন ছড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দামি রেস্তোরাঁয় জন্মদিন উদযাপনের সময় এমার পাশে বসে রয়েছেন হানি। পরে ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর কর্মীরা এমাকে ঘিরে গান গাইছেন এবং নাচছেন। এই অঙ্গভঙ্গি দেখে মডেলকে বিস্মিত ও অভিভূত হতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই হানি সিং তাঁর হাত ধরে কেক কাটেন।

এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়েছে হানির প্রেম নিয়ে। ভিডিওতে দেখা যায়,  কেক কাটার পরে নিজের বাহুডোরে এমাকে আগলে নেন হানি। দুজনের রসায়ন দেখে হানির অনুরাগীরা নিশ্চিত প্রেমেই পড়েছেন র‌্যাপার। রেস্তোরাঁতেও পাশাপাশি বসেছিলেন দুজনে।

হানি সিং

এর আগে শালিনী তলওয়ারকে বিয়ে করেছিলেন ছিলেন হানি সিং। টানা ১১ বছর সংসারের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের পথে হাঁটেন। তার পরে অভিনেত্রী টিনা থাদানির সঙ্গে সম্পর্কে ছিলেন হানি। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখানেই শেষ নয়। ২০২৪ সালে অভিনেত্রী হীরা সোহালের সঙ্গে তার নাম জড়ায়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি তারা কেউই।

আর ভারতীয় এই গায়ক এবং Rapper নিজের সোশ্যাল মিডিয়ায়  ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্লিওপেট্রা মডেল ইমা। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়, অনেকেই এমন অনুমান করেছেন যে ৪২ বছর বয়সী গায়ক তরুণ মডেলের সাথে প্রেম করছেন কিনা। এই ঘটনা ঘটলেও অবাক হওায়র নেই একেবারেই। কারণ, এহেন ঘটনা বলিউডে আগেও ঘটেছে।