হাবিপ্রবি (দিনাজপুর) থেকে মোঃ রুবাইয়াদ ইসলাম: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) ২০২২ সালের জানুয়ারি-জুন সেমিস্টারের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিভাগের ২য় ল্যাবে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামানিকের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান আবু খায়ের মো. মুক্তাদিরুল বারী চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, ড. মোঃ হাফিজুর রহমান হাফিজ, ড. মোঃ আবু হাসান, ড. শ্রীপতি শিকদার, ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর।
ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান আবু খায়ের মো. মুক্তাদিরুল বারী চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রথমে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগ পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য। আমরা সব সময় চেষ্টা করি আমাদের বিভাগের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য। আশা করি নবীন শিক্ষার্থীরা সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার মাধ্যমে দেশ ও জাতিকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারবে।”