Home আইন-আদালত হামলায় আহত সাংবাদিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

হামলায় আহত সাংবাদিকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা

নয়ন দাস

কুড়িগ্রাম: ফুলবাড়ি উপজেলার সাংবাদিক আমিনুল ইসলাম (৫৫) জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছিলেন গত ২৩ জানুয়ারী (শনিবার) । তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় বাদী পক্ষ তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা করে।
সেই মামলায় বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি । জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবি এডভোকেট আহসান হাবীব নিলু।
জানা যায়, গত ২৩ জানুয়ারী জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি সাংবাদিক আমিনুল ইসলাম । 
এর একদিন পরেই ২৪ জানুয়ারী (রবিবার) বিকেলে হামলাকারীর মূল আসামী মোখলেছুর রহমান গ্রেপ্তার হয়েছিলেন  এবং অপর সহযোগি আসামীরা তার দুদিন পর আদালত থেকে জামিন পাবার পর আসামীদের বড় ভাই মুক্তিযোদ্ধা মো. মফিজার রহমান বাদী হয়ে গত ২৬ জানুয়ারী(সোমবার) রাতে ফুলবাড়ি থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। 
ঘটনার ৪ দিন পর মামলা দায়ের করার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী মুক্তিযোদ্ধা মফিজার রহমান জানান, মিথ্যা অভিযোগে আমার ভাইকে পুলিশ ধরে থানায় নিয়ে গেছে। বাকিদের জামিন করানোর আইনি বিষয়ের কিছু ঝামেলা থাকার কারণে দেরি হয়েছে।
হামলার শিকার সাংবাদিক আমিনুল ইসলাম জানান, আমার উপর অর্তকিত হামলা হবার পর , একজন আসামী আটক হয় । এরপর পুলিশ সত্যতা যাচাই না করে আমার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা মামলাটি নিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তায়হীনতায় ভুগছি, এর সঠিক বিচার চাই।
মামলার বিষয়ে ফুলবাড়ি থানার ওসি (তদন্ত) মোঃ সারওয়ার পারভেজ জানান, হামলার শিকার সাংবাদিকের অভিযোগ পাবার পর আমরা একজন আসামিকে আটক করেছি। এরপর বাদী পক্ষ গত ২৬ তারিখ সাংবাদিকের নামে একটি মামলা করেছে, আমরা তদন্তকরে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
হামলায় আহত সাংবাদিক গত ২৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । 
এরপর বৃহস্পতিবার মামলার জামিন পাওয়ায় দুপুরে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ।