বিজনেসটুডে২৪ ডেস্ক:৩ পণবন্দিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস অবশেষে। রেড ক্রসের তরফে ওই পণবন্দিদের ইসরাইয়েলের হাতে তুলে দেওয়া হয়েছে। ইসরাইল ও হামাসের মধ্যে দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা যুদ্ধে আপাতত দাঁড়ি পড়ল বলেই মনে করা হচ্ছে। দুই পক্ষই যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে তিন মহিলা পণবন্দি রোমি গোনেন, ডোরন স্টেইনব্রিচার ও এমিলি দামারিকে হামাসের মুখোশধারী জঙ্গিরা রেডক্রসের হাতে তুলে দিচ্ছে।
রেড ক্রসে বলেছে, তিন পণবন্দিই বর্তমানে সুস্থ আছেন। জানা গেছে, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী দফায় দফায় মোট ৩৩ জন পণবন্দিকে মুক্ত করবে হামাস। অন্যদিকে ফিলিস্তিনের বন্দি নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য ওয়েস্ট ব্যাংকে একটি বাস
তৈরি রাখা হয়েছে। হামাসের তরফে জানানো হয়েছে মুক্তিপ্রাপ্ত নাগরিকদের প্রথম দলে ৬৯ জন মহিলা ও ১৯ জন কিশোর ও যুবক আছে।
যদিও এদিন যুদ্ধবিরতির চুক্তি প্রায় ভেস্তে যেতে বসেছিল। বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় হামাস পণবন্দিদের তালিকা প্রকাশ না করলে যুদ্ধবিরতি কার্যকর হবে না। রবিবার সকাল থেকে ইসরায়েলের তরফে গাজায় হামলাও চালানো হয়। যাতে অন্তত ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। যদিও নির্ধারিত সময়ের প্রায় ৩ ঘন্টা পর হামাসের তরফে ৩ পণবন্দির নামের তালিকা প্রকাশ করা হয়। তাদের মুক্তি দেওয়ার কথাও জানানো হয়। এরপরই যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল।
২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১২০০ জনের মৃত্যু হয়। এরপরই আক্রমণ শুরু করে ইজরায়েল। ইজরায়েলের হানায় গাজা শহরের সিংহভাগ অংশই ধুলোয় মিশে যায়। মৃত্যু হয় অন্তত ৪৭ হাজার জনের। যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। সম্প্রতি যুদ্ধ থামাতে উদ্যোগী হয় আমেরিকা। কায়রোতে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। তারপর থেকেই একটু একটু করে বরফ গলতে থাকে।