Home Second Lead হারভেস্টার: এক একরের ধান কাটতে ২ ঘণ্টা

হারভেস্টার: এক একরের ধান কাটতে ২ ঘণ্টা

উত্তরাঞ্চলীয় কুড়িগ্রাম জেলার উলিপুরে কম্বাইন্ড হারভেস্টারে ধান কাটা, মাড়াই, বস্তাবন্দী

 

  • ৩ লিটার ডিজেলে ১ ঘণ্টা
  • মাড়াই, বস্তাবন্দিও একই সঙ্গে

বিজনেসটুডে২৪ ডেস্ক

ধানকাটার যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার। ৩ লিটার ডিজেলে ১ ঘণ্টা চলে। আর ঘণ্টায় ৫৫-৬০ শতক জমির ধান কাটতে সক্ষম। সে হিসেবে দিনে বা ২৪ ঘণ্টায় প্রায় ১৩ একর বা ৪০ বিঘা জমির ধান কাটতে পারে। শুধু ধান কাটা নয়, এটি মাড়াই এবং বস্তাবন্দি করতেও সক্ষম।  ধান ছাড়াও গম ও ভুট্টা কাটা, মাড়াই ও ছাটা সম্ভব। এই মেশিন কৃষকের ধান কাটার সময়, শ্রম ও খরচ কমাবে।

কৃষি মন্ত্রণালয় ধানের উৎপাদন খরচ কমাতে ভর্তুকিমূল্যে ২০০ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে।

কুড়িগ্রাম থেকে নয়ন দাস জানান: রাজারহাটে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে ধান কাটা উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর (চায়না বাজার) গ্রামের মুশরত নাখেন্দা মৌজায় এই মেশিনে ধান কাটা শুরু করা হয়।

প্রতিটি কম্বাইন্ড হারভেস্টর মেশিনের বাজার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ১৫ লাখ ৫০ হাজার টাকা করে প্রদান করে ইতোমধ্যে ২ টি মেশিন কিনেছেন উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াসাম গ্রামের আব্দুল মোত্তালিব এবং নাজিমখান ইউনিয়নের রাঘব গ্রামের মো. হায়দার আলী।  অতিরিক্ত ২টি মেশিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।

মেশিনের মালিক নিজের ধান কাটা শেষ করার পর প্রয়োজনে অন্য কৃষককে এই মেশিন ভাড়া দিতে পারবেন। এ ক্ষেত্রে একর প্রতি মেশিন ভাড়া নেওয়া যাবে ৮ হাজার টাকা। উল্লেখ্য, শ্রমিক দিয়ে একই পরিমাণ জমির ধান কাটায় খরচ পড়ে প্রায় ১৫ হাজার টাকা।