সড়কবিহীন কোনো শহরের কথা কখনো কি শুনেছেন, যেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো গাড়ি? কোলাহল ও ব্যস্ততার সঙ্গে যার নেই সম্পর্ক! হয়ত মনে হতে পারে এক রূপকথার রাজ্যের গল্প যেন। রূপকথা নয় বরং বাস্তবেই দেখা মিলবে এমন শহরের। যে শহরের রাস্তা মানেই পানির রাস্তা! মানে সব রাস্তাই পানি দিয়ে তৈরি। কোনো গাড়ি নেই আছে শুধু নৌকা। এমন স্বপ্ন শহরের নাম গিথুর্ন। নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে ৭৫ মাইল উত্তরে অবস্থিত এই শহরটি।
গিথুর্নে যাতায়াতের জন্য এখানে রয়েছে প্রায় ১৮০টি সেতু। অপার সৌন্দর্যের এই শহরটি ‘ডাচ ভেনিস’ নামেও পরিচিত। গাড়ি নেই বলে নেই কোনো যানজট, নেই কোনো কালো ধোঁয়া। মাত্র ২৬০০ জনের এই শহরটিতে ঘুরে বেড়াতে হবে নৌকায় কিংবা পায়ে হেঁটে।
শান্তি ও প্রকৃতির রূপে অনন্য এই শহরের পাশে সুপরিকল্পিতভাবে কাটা হয় ছোট ছোট খাল, যা জয় করে পর্যটকদের মন।
বিশাল প্রাকৃতিক সংরক্ষণশালা উইরিবেন উইডেন ন্যাশনাল পার্কের মাঝ বরাবর অবস্থিত ডাচ ভেনিস। শীতকালে শহরটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে সেখানকার খাল ও হ্রদগুলোতে আইসস্কেটিং করার জন্য।
আর গ্রীষ্মকালে রঙিন ফুল এবং সবুজের সমাহারও নজর কাড়ে পর্যটকদের। এছাড়াও শহরের ঐতিহ্য জানার জন্য যেতে পারেন জাদুঘর পরিদর্শন ও চিত্রপ্রদর্শনীতে