বিজনেসটুডে২৪ ডেস্ক: চলছিল বিয়ের মামাতো বোনের বিয়ে অনুষ্ঠান। সেখানে বসেছিল নাচের আসর । চলছিল মজা এবং আনন্দ। কিন্তু মুহূর্তের মধ্যে সেই আনন্দ বদলে গেল বিষাদে। নাচতে নাচতে হার্ট অ্যাটাক হয় তরুণীর। মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। বিয়ের আসরে এসে এমন মর্মান্তিক পরিণতি হবে তা ভাবতে পারেননি কেউই। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
মৃতের নাম পরিণীতা জৈন। তাঁর বাড়ি ইন্দোরের দক্ষিণ টুকোগঞ্জ এলাকায়। বছর ২৩-এর পরিণীতা এমবিএ নিয়ে স্নাতক। মামাতো বোনের বিয়েতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনি এসেছিলেন বিদিশায়। সেখানেই এই ঘটনা ঘটে।
গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান চলছিল। এর আয়োজন করা হয় বিদিশার একটি রিসর্টে। সেখানে হাজির ছিলেন প্রায় ২০০ জন অতিথি। তাঁদের সামনেই বলিউডের ‘ লেহেরা কে বালখা কে’ গানের সঙ্গে নাচছিলেন পরিণীতা। ওই নাচের সময়েই মঞ্চেই হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে, সেখানে উপস্থিত পরিবারের সদস্যদের মধ্যে যারা চিকিৎসক তাঁরা চেষ্টা করেন তাঁকে বাঁচাতে। কিন্তু তিনি কোনও সাড়া দেননি। তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে।
ওই নাচের সময়ের একটি ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা গিয়েছে, নাচের সময়ে কীভাবে মঞ্চের উপর পড়ে গিয়েছিলেন ওই তরুণী। শনিবার রাতে ওই ঘটনা ঘটলেও, রবিবার, ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
মধ্যপ্রদেশে নাচের সময়ে অসুস্থ হয়ে মাটিতে পড়ে মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। এই প্রথম নয়, আগেও খুব কম বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা ঘটেছে ওই পরিবারের। জানা গিয়েছে, মাত্র ১২ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল পরিণীতার এক ভাইয়ের। উল্লেখ্য, গত বছরই অক্টোবর মাসে, আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলার সময়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ১৫ বছর বয়সী এক কিশোরের।