বিজনেসটুডে২৪ ডেস্ক: হার্ট অ্যাটাকের (Heart Attack) কারণে প্রাণ হারান প্রচুর মানুষ। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ফলে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এমনকি অল্প বয়সিদের মধ্যেও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের ইঙ্গিত শরীর আগে থেকেই দেয়। সেই সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই লক্ষণগুলি কী কী?
বুকে চাপ
হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ হল বুকের মাঝ বরাবর প্রচণ্ড ব্যথা বা চাপ অনুভব করা। অনেকে এটিকে ‘গ্যাসের ব্যথা’ ভেবে ভুল করেন। ফলে অনেকে গ্যাসের ব্যথা কমানোর ওষুধ খেয়ে নেন। এতে ব্যথা কমে কিন্তু অন্যদিকে, রক্তনালি দিনে দিনে সরু হতে হতে একসময় হার্ট অ্যাটাক হতে পারে।
মাথা হালকা হয়ে যাওয়া
হার্ট অ্যাটাকের আগে প্রায়ই দুর্বলতা গ্রাস করে। মনে হয়, মাথার ভেতরটা যেন হালকা হয়ে যাচ্ছে। ঘামও হতে পারে।
অল্পেই হাঁপিয়ে ওঠা
হার্টের রক্তনালি যখন সরু হতে শুরু করে, তখন থেকেই তার কাজ বাধাগ্রস্ত হতে থাকে। ফলে শরীর অল্প শ্রমেই কাবু হয়ে পড়ে। এমন হলে সামান্য পরিশ্রমেই আপনি হাঁপিয়ে উঠবেন।
অস্বাভাবিক হৃৎস্পন্দন
হৃৎপিণ্ডের রক্তনালি সরু হতে থাকলে হৃৎস্পন্দনের ছন্দের পতন ঘটতে পারে। পুরো দেহে রক্তসঞ্চালনের কাজ করার জন্য অতিরিক্ত দ্রুততার সঙ্গে স্পন্দিত হতে পারে হৃৎপিণ্ড। বিশেষ করে সামান্য পরিশ্রমেই হৃৎস্পন্দন অত্যধিক দ্রুত হয়ে পড়তে পারে।